top of page
For Newsletter
new logo.jpg

অগ্নিগর্ভ হাওড়া। উত্তপ্ত পরিস্থিতি।

#Howrah #NupurSharma #amptv #LETESTNEWS #NewsUpdate #NewsFlash

BJP-র প্রাক্তন মুখপাত্র নূপুর শর্মার বিতর্কিত মন্তব্যের জেরে বৃহস্পতিবারও হাওড়ার ডোমজুড়ের অঙ্কুরহাটি মোড়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠল। বুধবারের পর এদিন সন্ধ্যা থেকে ফের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ল ডোমজুড়ের অঙ্কুরহাটি থেকে ধূলাগড় মোড় । যানজট ছড়াল কোনা এক্সপ্রেসওয়েতেও । পরিস্থিতি সামাল দিতে নামানো হয়েছে RAF। ইতিমধ্যে রেললাইনে নেমে বিক্ষিপ্ত অবরোধ শুরু করেছেন আন্দোলনকারীরা। রেললাইনে টায়ার জ্বালিয়ে রেল অবরোধ করেন আন্দোলনকারীরা। যার প্রভাব পড়েছে লোকাল ট্রেন চলাচলে। অবরোধ-বিক্ষোভের জেরে বিকাল থেকেই বন্ধ হয়ে গেল হাওড়া-খড়্গপুর শাখার ট্রেন চলাচল। ফলে অনেকগুলি ট্রেন মাঝপথেই দাঁড়িয়ে গিয়েছে।

আবার বেশ কয়েকটি ট্রেনও ইতিমধ্যে বাতিল করা হয়েছে। ফলে চরম সমস্যায় পড়েছেন অফিসযাত্রী থেকে সাধারণ রেলযাত্রীরা ।এদিন বিকেল ৫টা থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে ধূলাগড় মোড়ে। আন্দোলনকারীরা ফের ৬ নম্বর জাতীয় সড়কের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন। ফলে বুধবারের মতো এদিনও জাতীয় সড়কের উপর সার বেঁধে দাঁড়িয়ে যায় একের পর এক গাড়ি। পরিস্থিতি সামাল দিতে দেরি না করেই নামানো হয় RAF।

কাঁদানে গ্যাস ছুড়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে পুলিশ। তবে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, অবরুদ্ধ হয়ে রয়েছে জাতীয় সড়ক, বুধবারের মতোই । আটকে গিয়েছে অ্যাম্বুলেন্সও। অন্যদিকে, ডোমজুড় থানায় গিয়েও হামলা চালায় বিক্ষোভকারীরা। ইট-পাথর ছোঁড়ে। আবার উলুবেড়িয়া, পাঁচলাতেও দফায়-দফায় অবরোধ-বিক্ষোভ হয়। ভাঙচুর চালানো হয় উলুবেড়িয়ায় BJP-র কার্যালয়ে এবং পাঁচলায় তৃণমূলের কার্যালয়ে ।

movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page