top of page
For Newsletter
new logo.jpg

করোনা মহামারীর পর NSHM এর "Login"


NSHM knowledge campus kolkata তে আজ থকে শুরু হলো তিন দিন ব্যাপী বার্ষিক অনুষ্ঠান Login 2022 । করোনা মহামারীর পরে এই উৎসব হলো এই শহরের সব থেকে বড় Inter College Festival ।


Login এর একটি বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান যেটি আয়োজিত করা হয় NSHM এর কলকাতা শাখা তে , সেখান কার শিক্ষার্থী দের দ্বারা। লগইন অনুষ্ঠিত হয় প্রত্যেক শিক্ষা বর্ষের ঠিক শুরু তে কারণ লগইন এর অন্যতম উদ্দেশ্য হলো নতুন শিক্ষার্থীদের NSHM পরিবারে স্বাগত জানানো।

এই দশক পুরনো অনুষ্ঠান টি ২-৩ দিন ধরে চলতে থাকে, আর এই কদিন এ শহর এর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে অনেক বিদ্যার্থীদের সমাগম হয় NSHM Knowledge Campus এ ।

বিভিন্ন সহ - পাঠক্রম সংক্রান্ত কার্যক্রমে অংশগ্রহণ করার জন্যে, যেমন - পিসি গেমইং,যুক্তি তর্ক, নুক্কাড় (street play ), ব্যান্ড সংগীত এর যুদ্ধ, ফ্যাশন শো, নৃত্য প্রতিযোগিতা, একক গান পরিবেশনা, ফেস পেইনটিং, আলোক চিত্র প্রদর্শনী, কোডিং, ক্রিয়েটিভ রাইটিং, গ্রফিত্তি আরো অনেক বহুমুখী কার্যক্রম। এছাড়া ও প্রত্যেক বছর লগইন এর সময় প্রখ্যাত কণ্ঠ শিল্পী আর ব্যান্ড এর আগমন ঘটে এনেসম এ । আর গোটা কলেজ তাদের সুরের জাদুতে মেতে ওঠে ।

এ বছর লগইন উৎসবে প্রধান আকর্ষণ সঙ্গীত শিল্পী অনুপম রায় ।

গত দু বছর ধরে মহামারীর প্রকোপ এ স্তব্ধ হয়ে গেছিলো জনজীবন, সেই প্রভাব এ থেমে গেছিলো স্কুল , কলেজ জীবন ও । যার ফলে অনুষ্ঠিত হয় লগইন উৎসব । এই বছর যখন জীবন আস্তে আস্তে পুরনো ছন্দে ফিরে আসছে তখন এই বছর আবার মঞ্চে ফিরছে লগইন, এত বেশি উত্তেজনার সাথে, আর অধীর আগ্রহে অপেক্ষা করছে সবাই।



Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page