আজ ( ৩ রা জুন ) প্রকাশিত হল ২০২২ সালের মাধ্যমিকের ফলাফল। এদিন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানান ৬৯৩ নম্বর পেয়ে এবার যুগ্ম ভাবে প্রথম হয়েছেন দুই জন। বাঁকুড়ার রাম হরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ও বর্ধমান সিএমএস স্কুলের রৌনক মণ্ডল প্রথম স্থান অধিকার করেছেন। এদিকে দ্বিতীয় হয়েছেন দুই জন। গাজোলের আদর্শবাণী অ্যাকাডেমি হাইস্কুলের ছাত্রী কৌশিকী সরকার এবং ঘাটাল বিদ্যাসাগর হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডল ৬৯২ নম্বর পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছেন। এবার ৬৯১ নম্বর পেয়ে যুগ্ম তৃতীয় হয়েছেন পশ্চিম বর্ধমানের অনন্যা দাশগুপ্ত এবং পূর্ব মেদিনীপুরের দেবশিখা প্রধান।
৬৯০ নম্বর নিয়ে ৪ জন চতুর্থ হয়েছেন। পশ্চম স্থানে রয়েছেন ১১ জন। ৬৮৯ নম্বর পেয়েছেন পঞ্চম স্থানাধিকারীরা। ৬৮৮ নম্বর পেয়ে ষষ্ঠ স্থানে আছেন ৬ পরীক্ষার্থী। সপ্তম স্থানে থাকা ১০ জন পেয়েছেন ৬৮৭ নম্বর। ৬৮৬ নম্বর নিয়ে অষ্টম স্থানে রয়েছেন ২২ জন। ৬৮৫ নম্বর পেয়ে নবম স্থানে রয়েছেন ১৫ জন। এবং ৬৮৪ নম্বর নিয়ে দশম স্থানে রয়েছেন ৪০ জন। মোট ১১৪ জন প্রথম দশে স্থান করে নিয়েছেন।
চলতি বছর মাধ্যমিকের রেজাল্টে ফের জেলার জয়জয়কার। করোনাকালের পর প্রথম অফলাইন বড় পরীক্ষা। আর তাতে সাফল্যের শিখরে জেলা। কলকাতা রয়েছে চতুর্থ স্থানে।
এবারের মাধ্যমিকের ফলাফল অসম্পূর্ণ নেই। এই বছর পরীক্ষায় পাশের হার ৮৬.৬ শতাংশ। পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরে পাশের হার ৯৭.৬৩ শতাংশ। কলকাতায় পাশের হার ৯৪ শতাংশ। ছাত্রীদের সংখ্যা এবার ছাত্রদের সংখ্যা থেকে ১১ শতাংশ বেশি হলেও পরীক্ষায় পাশের নিরিখে পিছিয়ে মেয়েরা।
留言