top of page
For Newsletter
new logo.jpg

জামিন পেলেও রোদ্দুর রায়কে আপাতত থাকতে হবে হেফাজতেই ।

Updated: Jun 23, 2022



জামিন পেলেন রোদ্দুর রায়, তবে আপাতত থাকতে হবে হেফাজতেই । সোমবার একটি মামলার প্রেক্ষিতে ব্যক্তিগত বন্ডে ২০০০ টাকার প্রেক্ষিতে জামিন পেয়েছেন ইউটিউবার রোদ্দুর রায়। কিন্তু, এছাড়াও তাঁর বিরুদ্ধে আরও একটি থানায় মামলা রয়েছে। ফলে এখনই হেফাজত মুক্ত হচ্ছেন না তিনি। উল্লেখ্য, গোয়া থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট করে কুরুচিকর মন্তব্য করার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।একটি মামলার প্রেক্ষিতে সোমবার জামিন পেলেন ইউটিউবার রোদ্দুর রায়। কিন্তু, এখনই তাঁর জেলমুক্তি নয়।



জানা গিয়েছে, শেক্সপিয়র সরণি থানার একটি মামলার প্রেক্ষিতে ২০০০ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেয়েছেন তিনি। যদিও বড়তলা মামলায় এখনও জামিন পাননি তিনি। ফলে আপাতত হেফাজন মুক্ত হচ্ছেন না তিনি। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় কুরুচিকর মন্তব্য করার অভিযোগে গোয়া থেকে গ্রেফতার করা হয় রোদ্দুর রায়কে। তাঁর বিরুদ্ধে IPC 120b, 417, 153, 501, 504, 505 এবং 509 ধারায় মামলা রুজু করা হয়েছিল। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রসঙ্গে কুরুচিকর মন্তব্য করেন রোদ্দুর রায়। এরপরেই কলকাতায় বিভিন্ন থানায় তাঁর নামে দায়ের হয়েছিল অভিযোগ।



এই অভিযোগগুলির প্রেক্ষিতেই ৩ জুন গোয়া থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছিল।তবে এখনই মুক্তি নয় রোদ্দুর রায়ের। উল্লেখ্য, এর আগেও একাধিকবার বিতর্কে জড়িয়েছেন রোদ্দুর রায়। রবীন্দ্রনাথের গানকে বিকৃত করার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। যদিও তাঁর গ্রেফতারি নিয়ে আড়াআড়ি বিভক্ত তরুণ প্রজন্ম। তাঁর শব্দপ্রয়োগের সমালোচনা করেও একাংশের দাবি, এভাবে কেন তাঁকে গ্রেফতার করা হবে। মন্তব্য প্রকাশের অধিকার সকলের রয়েছে। সকলের থাকা উচিত। সেক্ষেত্রে কেন রোদ্দুর রায়ের গ্রেফতারি? প্রশ্ন তুলেছেন ভক্তদের একাংশ।


Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page