top of page
For Newsletter
new logo.jpg

তৃতীয়াতেই মানুষের ঢল তিলোত্তমা নগরীতে


উত্তরের হাতিবাগান থেকে মধ্য কলকাতার নিউ মার্কেট, দক্ষিণের গড়িয়াহাট বৃষ্টি উপেক্ষা করে দেদার চলছে কেনাকাটা । এদিন ঠাকুর দেখার মারাত্বক রকম ভিড় দেখা গেছে একডালিয়া থেকে সিংহী পার্ক , হিন্দুস্থান পার্ক , ত্রিধারা সম্মিলনী ইত্যাদি নাম করা পুজো মণ্ডপে ।

বড় বড় দোকান থেকে ফুটের ছোট হকার, দেদার কেরানাকার বিকিকিনি। পছন্দের জামাকাপড় হাতে নিয়ে চলছে দর-দাম। যা এককথায় করোনার রক্তচক্ষুকেও হার মানাবে। ভিড় এতটাই যে যান নিয়ন্ত্রণে হিমশিম অবস্থা পুলিশের। কালো মাথার সারিতে থমকে গিয়েছে বাস-ট্যাক্সির চাকালকডাউনে ধসে গিয়েছিল ব্যবসা। গত বছর পুজোয় সেই ক্ষতি পূরণ হয়নি। এবারও বোধহয় ব্যবসা জমবে না। এমনটাই আশঙ্কা করেছিলেন ব্যবসায়ীরা। কিন্তু, করোনাসুরকে বুড়ো আঙুল দেখিয়ে পুজোর কেনাকাটায় চেনা ভিড়। বিক্রিবাটাও হচ্ছে ভালই। ফলে খুশি ছোট-বড় ব্যবসায়ীরা।উৎসবে বাংলায় দৈনিক করোনা আক্রান্তের হার প্রায় ৮০০। বাড়ছে সংক্রমণ। পুজোরে আনন্দের রেশ কাটতেই সংক্রমণের মাত্রা আবারও হু হু করে বাড়তে পারে। আশঙ্কায় চিকিৎসক থেকে বিশেষজ্ঞরা। আর সেই আশঙ্কাই যেন উস্কে উঠছে কেনাকাটার এই ভিড় চিত্রে। করোনার সতর্কতা হিসাবে এবারও পুজোমণ্ডপে যাওয়া যাবে না। অঞ্জলি দিতে, সিদুঁর খেলতে দুই ডোজ ভ্যাকসিন বাধ্যতামূলক। বন্ধ রেড রোডে পুজো কার্নিভাল। রাজ্য প্রশাসনের তরফেও নির্দেশিকা জারি হয়েছে। বোঝাই যাচ্ছে যে, কলকাতা হাইকোর্টের রায় , পুজোয় ঠাকুর দেখা এবং কেনাকাটায় একচুলও প্রভাব ফেলতে পারেনি।

Check out for more news on https://www.facebook.com/AMPTvNews

Subscribe for more stories https://bit.ly/3Fv80Cc


Watch Latest Movie From The House Of AMS Motion Pictures


অষ্টমীর আবদার


Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page