মাদককাণ্ডে গ্রেফতার শাহরুখ পুত্র আরিয়ান খানের জামিন মঞ্জুর করল বম্বে হাইকোর্ট। জামিন পেলেও আজ জেলমুক্তির সম্ভাবনা কম আরিয়ানের।
আরিয়ান খান, আরবাজ মার্চেন্ট, মুনমুন ধামেচা তিন জনেরই জামিন মঞ্জুর করেছে আদালত। গত ৩ অক্টোবর ক্রুজ মাদককাণ্ডে তাঁদের গ্রেফতার করে এনসিবি। ২৫ দিন পর জামিন পেলেন শাহরুখ-পুত্র। গত ২১ দিন ধরে মুম্বইয়ের আর্থার রোড জেলে বন্দি রয়েছেন আরিয়ান। তবে আদালতের নির্দেশনামা না পৌঁছনো পর্যন্ত জেলমুক্তির সম্ভাবনা কম। আগামীকাল বা পরশু জেল থেকে ছাড়া পেতে পারেন শাহরুখ-পুত্র।
অন্যদিকে নজরে এখন NCB-র জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে। তাঁর বিরুদ্ধে উঠেছে ঘুষ চাওয়ার অভিযোগ। এবার তিনি বম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন। তাঁর আশঙ্কা তাঁকে গ্রেফতার করতে পারে মুম্বই পুলিশ। অন্যদিকে বম্বে হাইকোর্টকে মুম্বই সরকারের আইনজীবী জানিয়েছেন যে, দুর্নীতি রোধ আইনে পদক্ষেপ নিতে হলে ৭২ ঘণ্টা আগে নোটিস পাঠানো হয়। গ্রেফতার করতে হলে, সমীর ওয়াংখেড়েকে ৭২ ঘণ্টা আগে সেই নোটিস পাঠানো হবে। ফলে বৃহস্পতিবার বম্বে হাইকোর্ট সমীর ওয়াংখেড়ের অন্তর্বর্তী সুরক্ষা চেয়ে আবেদন খারিজ করে দিয়েছে।
সমীর ওয়াংখেড়েকে আড়ালে অনেকেই ডাকেন 'বলিউডের ত্রাস'। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো (এনসিবি) জোনাল ডিরেক্টর এর আগেও বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিকে জরিমানা দিতে বাধ্য করেছিলেন। ২০০৮ ব্যাচের আইআরএস অফিসার নারকোটিক্স অপারেশনের আগে কাজ করতেন শুল্ক ও পরিষেবা কর বিভাগে।
Check out for more news on https://www.facebook.com/AMPTvIndia
Subscribe for more stories https://www.youtube.com/c/AMPTvIndia
Comments