নিউজ প্রতিবেদনঃ তনুশ্রী গুহ
কোনো মহানগরীর উত্থানকে নিয়ে ঘিরে থাকে তার ইতিহাসের কিছু পরিপূর্ণতা এবং পারিপার্শ্বিক কিছু অবস্থার সম্যক ধারণা। সাংস্কৃতিক ঐতিহ্য এক খুবই গুরুত্বপূর্ণ বিষয় যাকে কেন্দ্র করে বিভিন্ন শহর ইতিহাসের পাতায় আলাদা স্থান করে নেয়। একথা ১০০ ভাগ যে সম্মতির , এবিষয়ে কোনো সন্দেহ নেই।
কারোর কাছেই একথাও অজানা নয় যে, এথেন্স যাকে প্রথম ইউরোপীয় সংস্কৃতির শহর বলা হয়, তার ঐতিহ্যও কিন্তু তার সংস্কৃতিকে কেন্দ্র করেই গড়ে ওঠে। আর ভারতের মুম্বাই, দিল্লিকে যদি অর্থনৈতিক কেন্দ্র ভাবা হয় তাহলে কলকাতাকেও কিন্তু এক " সাংস্কৃতিক মহানগরী"- যে বলা যেতেই পারে এবিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু তাই নয়; আন্তর্জাতিক এবং অন্তর্দেশীয় -এর ক্ষেত্রেও কিন্তু কলকাতার এক বিশেষ প্রভাবের জায়গা ছিলো। স্বাধীনতার পূর্বে ব্রিটিশরা কলকাতায় তাদের প্রধান কেন্দ্রস্থল বজিয়ে রেখে প্রশাসনিক কাজকর্ম কিভাবে করতেন তা সকলেরই জানা আছে এবং বলা যেতে পারে যে, এটি ইতিহাসের এক গুরুত্বপূর্ণ উদাহরণও বটে। এছাড়াও পরবর্তীতেও বিভিন্ন সাংস্কৃতিক কেন্দ্রবিন্দু হিসেবে কলকাতার নাম কিন্তু বারংবারই সামনে এসেছে।
ঐতিহ্যবাহী শহর কলকাতার নাম যখনই মনে আসে তখন কিন্তু তার পাশাপাশি আরেকটি যে বিষয়ের কথা মনে এসে যায় তা হল কলকাতার ঐতিহ্যবাহী ট্রাম। বর্তমানে মেট্রোরেলের যুগে, ডিজিটাল ইন্ডিয়ার সময়ে আগের মতো আর বেশি ট্রাম চলেনা। কিন্তু ট্রাম কলকাতার ঐতিহ্যের দরুন এখনো চলছে, খুব কম সংখ্যায় চলছে কলকাতার ট্রাম, তবুও এখনো কিন্তু তার অস্তিত্ব বিদ্যমান। কলকাতার রাস্তায় একসময় দেখা যেতো হাতে টানা রিকশা। বর্তমানে সেগুলি সংখ্যায় খুবই কম।
সময়ের সাথে সাথে পাল্লা দিতে দিতে সেই সময়ের সাথে বর্তমান কলকাতার চিত্র বিভিন্ন দিকে অনেক পরিবর্তন এনেছে। এখন ত অনেক বড় বড় বনেদি বাড়ির স্থান দখল করে নিয়েছে বহুতলে পরিপূর্ণ বাড়িগুলো। সাবেকি মনোভাব আগের থেকে যেন অনেকটাই পরিবর্তীত হয়েছে মানুষের মধ্যে। কিন্তু কলকাতার যে চিরাচরিত সংস্কৃতি তার এক আলাদা অভিনবত্ব কিন্তু আজও আছে, তাই কলকাতার ঐতিহ্য কিন্তু আজও ঐতিহ্যবাহী হয়ে আছে। আজও কলকাতার বুকে তার ঐতিহ্য বয়ে নিয়ে চলেছে তারই সংলগ্ন ঘেষা জায়গার সেই ঐতিহ্যবাহী সৃষ্টি যথা- হাওড়া ব্রিজ, দক্ষিণেশ্বর কালী মন্দির, কলেজ স্ট্রিট আরও কতও কি। এই ঐতিহ্য কিন্তু আজও মানুষের মনে আলাদা জায়গা নিয়ে রেখেছে। কারণ কিছু বিষয় এমনই থাকে যার স্থানের কোনও বিকল্প হয়না। আর কলকাতারও সেই ঐতিহ্যের সেই রুপের স্থান তার স্বমহিমায় বিরাজিত হতে চায় আজও।
Check out for more news on https://www.facebook.com/AMPTvIndia
Subscribe for more stories https://www.youtube.com/c/AMPTvIndia
Comments