এই মুহূর্তে কলকাতায় এয়ারটেলের ব্রডব্যান্ড এবং মোবাইল পরিষেবা ব্যাহত হয়েছে। কোলকাতার বিভিন্ন প্রান্ত থেকে ইউজাররা ট্যুইটারে এয়ারটেলের এই নেটওয়ার্ক ডাউন নিয়ে অভিযোগ করছেন। সংস্থার তরফ থেকে এখনও পর্যন্ত এই নেটওয়ার্ক অচল নিয়ে কিছু বিবৃতি দেওয়া হয়নি। পাশাপাশি অনলাইনে অনেকে আবার অভিযোগ করেছেন যে, তাঁদের এয়ারটেল অ্যাপও এই মুহূর্তে কাজ করছে না।
অনলাইন রিপোর্ট থেকে জানা গিয়েছে, এয়ারটেলের ফাইবার ইন্টারনেট, ব্রডব্যান্ড, এমনকি মোবাইল নেটওয়ার্কের পরিষেবাও ব্যাহত হয়েছে। কোলকাতার একাধিক অঞ্চলের এয়ারটেল ইউজাররা এই সমস্যার সম্মুখীন হয়েছেন। এই নিয়ে চলতি বছরে বেশ কিছু বার এয়ারটেলের এই নেটওয়ার্ক সমস্যার সম্মুখীন হতে হল। চলতি বছর ফেব্রুয়ারি মাসে গোটা দেশ জুড়ে সার্ভার ডাউন হয়েছিলো এয়ারটেলের।
বার বার এয়ারটেলের এহেন অচলাবস্থার কারণে দুর্ভোগের শিকার হচ্ছেন এয়ারটেল ইউজাররা । এয়ারটেলের তরফ থেকে এই নেটওয়ার্ক সমস্যার কথা এখনও মেনে নেওয়া হয়নি। তবে তা খুব শীঘ্রই করা হবে বলে মনে করা হচ্ছে। আর কেন এমন সমস্যা হচ্ছে, কোম্পানি বিবৃতি দিলেই তা অনেকটা পরিষ্কার হয়ে যাবে।
https://istheservicedown.in/problems/airtel-india/1275004-kolkata-kolkata-west-bengal-india
এ কি দুরবস্থা