top of page
For Newsletter
new logo.jpg

এবার পুজোয় জয়শ্রী ফাউন্ডেশনের "আগমনী গান"

Updated: Sep 23, 2022


ঢাকে পড়েছে কাঠি । কাশের হাওয়া আর শিউলির গন্ধ ছুঁয়েছে সকলের মন প্রাণ। আর মাত্র কিছুদিনের অপেক্ষা । তার পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। আগমনীর সুর বেজে উঠেছে প্রতি ঘরে ঘরে। মায়ের আগমনীর আগমনে মেতে উঠেছে আট থেকে আশি সকলেই । আর সবার মত দেবী পক্ষের সূচনায় তৈরি " জয়শ্রী ফাউন্ডেশন " । তাঁদের এ বছরের আগমনীর নিবেদন " ওগো আমার আগমনী" ।

" ওগো আমার আগমনী " গান টি গেয়েছেন জয়শ্রী ফাউন্ডেশনের কর্নধার জয়শ্রী দাস রায়চৌধুরী এবং যন্ত্রাণু সঙ্গীত পরিচালনা করেছেন সঙ্গীত পরিচালক অনিমেষ মুখার্জ্জী।এই নৃত্য পরিবেশনে ছিলেন " এথনিক ড্যান্স অ্যাকাডেমি"র কর্ণধার ও নৃত্য শিল্পী দ্রাবীন চট্টোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা। সমগ্র ভাবনায় এবং পরিচালনায় ছিলেন দ্রাবীন চট্টোপাধ্যায় নিজে । ক্যামেরায় ছিলেন ঋত্বিক চক্রবর্তী। কখনো মেঘ কখনো বৃষ্টির ভ্রকুটির মধ্যে হাওড়ার রাজগঞ্জ অঞ্চলের গঙ্গার ধারের এক হেরিটেজ হলে শুটিং সম্পন্ন হয়েছে এই নৃত্য পরিবেশনার ।

" ওগো আমার আগমনী " গানটির গায়িকা জয়শ্রী দাস রায়চৌধুরী একাধারে যেমন জয়শ্রী ফাউন্ডেশনের কর্নধার ওপর দিকে তাঁর আর একটি পরিচয় হলো তিনি একজন বিশিষ্ট রবীন্দ্র সঙ্গীত শিল্পী । ছোটবেলা থেকেই তিনি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের শান্তিনিকেতনের রাবীন্দ্রিক পরিবেশেই বড়ো হয়েছেন। সেখানেই তাঁর রবীন্দ্র সংগীতের হাতেখড়ি হয়। বিখ্যাত রবীন্দ্র সঙ্গীত শিল্পী কণিকা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই তাঁর রবীন্দ্র সংগীত জগতে পদার্পণ হয় ।

তার পর বিভিন্ন তাবর তাবর সঙ্গীত শিল্পীদের সান্নিধ্যে শুরু হয় তাঁর রবীন্দ্র সংগীত সাধনা। স্কুল কলেজ শেষ করে ১৯৭৫ সালে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় থেকে সঙ্গীতে M.A করেন জয়শ্রী দেবী । কোলকাতার "আশ্রমিক সঙ্ঘ" তাঁর কাছে দ্বিতীয় শান্তিনিকেতন । তাঁর রক্তে মিশে আছে রবীন্দ্র সঙ্গীত, রবীন্দ্র ভাবনা। আর সেই রবীন্দ্র ভাবনার প্রচারের প্রয়াসেই তৈরি হয় " জয়শ্রী ফাউন্ডেশন "। " ওগো আমার আগমনী "এই গানটি খুব শীঘ্রই আসতে চলেছে ইউটিউবের পর্দায় ।


Comentários


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page