নিজস্ব প্রতিবেদনঃ ১০ ই ডিসেম্বর ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তত্ত্বাবধানে এম.পি.কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২১ -এর শুভ সূচনা হল। ২০ থেকে ২১ দিন ব্যাপী চলবে এই খেলা। খেলার প্রারম্ভে সেখানকার প্রতিযোগিতায় অংশগ্রহণকারী এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বার্তায় দর্শকদের মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার, বিধি মেনে খেলা দেখার কথা বলা হয়। এবং খেলোয়াড় দের উদ্দেশ্যে বলা হয়, খেলায় হার- জিত থাকেই, তাই এই খেলায় যে দলই জিতুক না কেনো মাঠের বাইরে তাদের মধ্যে সু সম্পর্ক যেনো বজিয়ে থাকে।
এই অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করতে আসেন গায়ক মিকা সিং। মনোজ তিওয়ারী এবং বাবুল সুপ্রিয় উক্ত দিনে অনুষ্ঠিত দুই ফুটবল দলের নেতৃত্ব থাকেন। প্রসঙ্গত উল্লেখ্য যে, এই এম.পি.কাপ পথচলা শুরু করে ২০১৭ তে। পর পর তা পরবর্তী বছরগুলিতেও চলতে থাকে, কিন্তু কোভিড পরিস্থিতির জন্য গত বছর এটি করা হয়নি।
কিন্তু এবছর কোভিড বিধি, সচেতনতা মেনে এই এম.পি.কাপ আবার শুরু হল। খেলার হার জিত যেনো কারোর মধ্যে ময়দানের বাইরে কোনো বিরুপ প্রতিক্রিয়া না আনে এই বিষয়কে মান্যতা দেওয়া যেমন এক বিশেষ বার্তার মাধ্যমে এর এক বিষয় ছিলো তেমনি, এই প্রতিযোগিতার শুরু হওয়ার সময় বিকেল ৫টার সময় থাকলেও দর্শকদের আগমন অনেক আগে থেকেই দেখা যায়। দুপুর ১ টা, কেউ কেউ বা তার আগেও উপস্থিত হয়েছিলেন এই খেলার অপেক্ষায়।
এই এম.পি.কাপ নিয়ে মানুষের মধ্যে যে উৎসাহের শেষ ছিলো না তা বোঝাই যাচ্ছিল। গত বছর এটি কোভিড মহামারির দরুন আয়োজিত না হতে পাওয়ায় এবং এবছর এটি পুনরায় শুরু হওয়ায় মানুষ যে খেলাধূলোর এক আলাদা আনন্দ এবার আবার উপভোগ করতে পারবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই।এই এম.পি.কাপের উদ্বোধনে বহু সনামধন্য ব্যক্তিবর্গের উপস্থিতি পরিলক্ষিত হয়। দর্শকদের মধ্যে খুব উৎসাহ পরিলক্ষিত হয়। বিবিধ বক্তব্য, আয়োজন এবং বার্তা ও সৌহার্দ্য -এর মাধ্যমে এক প্রজ্জ্বলতার মাধ্যমে সোনালী সন্ধ্যেতে এর সূচনা করা হয়।
Check out for more news on https://www.facebook.com/AMPTvIndia
Subscribe for more stories https://www.youtube.com/c/AMPTvIndia
Comments