ফরাসি সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে চন্দননগরে পর্যটন হাব গড়বে রাজ্য
ফরাসি সরকার ও পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দপ্তরের যৌথ উদ্যোগে আমাদের প্রাণের শহর চন্দননগরে গড়ে উঠতে চলেছে পর্যটন হাব।
চন্দননগর শহরজুড়ে ৯৯টি প্রাচীন বিল্ডিং রয়েছে যেগুলি ফরাসি স্থাপত্যশৈলীতে তৈরি। এইসমস্ত বিল্ডিং সংস্কার করে নতুন পর্যটন হাব তৈরি করা হবে। হেরিটেজ ট্যুরিজম, কালচারাল ট্যুরিজমের প্রভূত সম্ভাবনা রয়েছে এখানে। বিশেষ করে ফরাসি সরকার সেখানে পর্যটন হাব গড়ে তুলতে খুবই আগ্রহী।
চন্দননগরের রয়েছে ফ্রেঞ্চ রেজিস্ট্রি অফিসও। পুরনো আমলের এই অফিসটিকে সংস্কার করা হচ্ছে। বুটিক হোটেল হিসেবে গড়ে তোলা হবে ওই বিল্ডিং। এছাড়াও লাইট অ্যান্ড সাউন্ড এবং হোম স্টে’র ব্যবস্থাও তৈরি হবে।
কলোনিয়াল হেরিটেজ গড়ে তুলতে খরচ করবে রাজ্য সরকার ও প্রযুক্তিগত সহায়তা দেবে ফ্রান্স। স্থাপত্যশৈলী, রং, গড়ন অপরিবর্তিত রেখেই এই প্রকল্প গড়ে তোলা হবে। নদীপথে পর্যটকদের নিয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে।
বৃহস্পতিবার এই বিষয়ে তাজ বেঙ্গলে মৌ সাক্ষর করা হলো রাজ্য সরকার ও ফরাসি সরকারের মধ্যে।
Comments