top of page
For Newsletter
new logo.jpg

আমার আগমনী || দ্রাবীন ড্যান্স অফিসিয়াল এর ২০২২ দুর্গা পূজার ডান্স নিবেদন

Updated: Sep 22, 2022


ree

আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। আগমনীর সুর বেজে উঠেছে প্রতি ঘরে ঘরে। দেবী পক্ষের সূচনায় তৎপর আট থেকে আশি সকলেই । মায়ের আগমনীর আগমনে মেতে উঠলো " এথনিক ডান্স একাডেমি"র নৃত্য শিল্পীরা ।

ree

তাঁদের এ বছরের পুজোর নিবেদন " আমার আগমনী" । এই নৃত্য পরিবেশনে ছিলেন " এথনিক ডান্স একাডেমি"র কর্ণধার ও নৃত্য শিল্পী দ্রাবীন চট্টোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা । " মায়ের আগমনী" এই নিবেদনের ভাবনায়, পরিচালনায় এবং সম্পাদনায় ছিলেন দ্রাবীন চট্টোপাধ্যায় নিজে ।

ree

গত উনিশে সেপ্টেম্বর এই ড্যান্স কভারটির শুটিং হয় হাওড়ার রাজগঞ্জ গঙ্গার পারে অবস্থিত হেরিটেজ ভবনে। ক্যামেরায় ছিলেন ঋত্বিক চক্রবর্তী। কখনো মেঘ কখনো বৃষ্টির ভ্রিকুটির মধ্যে শুটিং সম্পন্ন হয়েছে এই নৃত্য পরিবেশনার। " আমার আগমনী " গান টি গেয়েছেন সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী ।

ree

আগামী বৃহস্পতিবার ঠিক বিকেল ছয় টায় এই ড্যান্স কভারটি রিলিজ হতে চলেছে দ্রাবীন চট্টোপাধ্যায় নিজের ইউটিউব চ্যানেল " দ্রাবীন ডান্স অফিসিয়াল" ইউটিউব চ্যানেলে


Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page