আর কিছুদিন পরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দূর্গা পুজো। আগমনীর সুর বেজে উঠেছে প্রতি ঘরে ঘরে। দেবী পক্ষের সূচনায় তৎপর আট থেকে আশি সকলেই । মায়ের আগমনীর আগমনে মেতে উঠলো " এথনিক ডান্স একাডেমি"র নৃত্য শিল্পীরা ।
তাঁদের এ বছরের পুজোর নিবেদন " আমার আগমনী" । এই নৃত্য পরিবেশনে ছিলেন " এথনিক ডান্স একাডেমি"র কর্ণধার ও নৃত্য শিল্পী দ্রাবীন চট্টোপাধ্যায় এবং তাঁর ছাত্রছাত্রীরা । " মায়ের আগমনী" এই নিবেদনের ভাবনায়, পরিচালনায় এবং সম্পাদনায় ছিলেন দ্রাবীন চট্টোপাধ্যায় নিজে ।
গত উনিশে সেপ্টেম্বর এই ড্যান্স কভারটির শুটিং হয় হাওড়ার রাজগঞ্জ গঙ্গার পারে অবস্থিত হেরিটেজ ভবনে। ক্যামেরায় ছিলেন ঋত্বিক চক্রবর্তী। কখনো মেঘ কখনো বৃষ্টির ভ্রিকুটির মধ্যে শুটিং সম্পন্ন হয়েছে এই নৃত্য পরিবেশনার। " আমার আগমনী " গান টি গেয়েছেন সঙ্গীত শিল্পী জয়তী চক্রবর্তী ।
আগামী বৃহস্পতিবার ঠিক বিকেল ছয় টায় এই ড্যান্স কভারটি রিলিজ হতে চলেছে দ্রাবীন চট্টোপাধ্যায় নিজের ইউটিউব চ্যানেল " দ্রাবীন ডান্স অফিসিয়াল" ইউটিউব চ্যানেলে
Comments