"মা লক্ষী এলো " রত্না চট্টোপাধ্যায়ের ঘরে
- AMP Tv News

- Oct 20, 2021
- 1 min read

সদ্য উমা পাড়ি দিয়েছেন কৈলাসে। কিন্তু উৎসবের মেজাজ মোটেও ফিকে হয়ে যায়নি। তাই আজ কোজাগরী পূর্ণিমার দিন সাধারণ থেকে সেলেব প্রত্যেকে মেতে উঠেছেন মা লক্ষ্মীর আরাধনায়।

বাদ গেলেন না বেহালা পূর্বের বিধায়িকা রত্না চট্টপাধ্যায়ও ।পরিবার বন্ধু বান্ধব সকলের সঙ্গে ভাগ করে নিলেন আনন্দ।

ধুমধাম করে মা লক্ষ্মীর আরাধনা করেন রত্না চট্টপাধ্যায়। নিজের হাতে তিনি সাজিয়ে নেন লক্ষ্মী ঠাকুরকে।

সঙ্গে আবার নিজে ভোগ রান্না করে পরিবেশন করেন মা-কে । খিচুড়ি , লাবড়া বা কখনও বাঁধাকপির তরকারি , চাটনি , পাঁপড় , মিষ্টি সব মিলিয়ে ভোগের মেনুতে থাকে পুরো বাঙালিয়ানার স্বাদ । বাড়িতে হাজির থাকে সংবাদমাধ্যম থেকে শুরু করে তারকারা। সবাইকে প্রসাদও দেন নিজের হাতে।

Check out for more news on https://www.facebook.com/AMPTvIndia
Subscribe for more stories https://bit.ly/3Fv80Cc







Comments