top of page
For Newsletter
new logo.jpg

করোনার নতুন স্টেইনের আঁতুড়ঘর আবার সেই উহান


এক বছর পরে ফের চিনে দেখা দিয়েছে কোভিড সংক্রমণ। করোনার আঁতুড়ঘর উহানে ফের আক্রান্তের খোঁজ মেলায় সেখানকার সব বাসিন্দার নমুনা পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। মঙ্গলবার উহান প্রশাসনের তরফে এ কথা জানানো হয়েছে।

সোমবার উহান প্রশাসনের তরফে জানানো হয়, শহরের পরিযায়ী শ্রমিকদের মধ্যে সাত জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। নতুন সংক্রমণ মূলত ডেল্টা রূপের ফলেই হচ্ছে বলে জানা গিয়েছে। এক বছর পরে এই ঘটনা ঘটেছে। তার পরেই সব বাসিন্দাদের বাড়ির ভিতরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। গণপরিবহণ বন্ধ করে দেওয়া হয়েছে। গণ হারে নমুনা পরীক্ষাও শুরু হয়েছে। এই উহানেই প্রথম করোনা আক্রান্তের খোঁজ পাওয়া গিয়েছিল। তার পরে তা চীনের সীমান্ত টপকে বিশ্ব জুড়ে ছ়ড়িয়ে পড়ে। যদিও সবার আগে চিনেই সংক্রমণ নিয়ন্ত্রণে এসেছিল। এক বছর পরে ফের সেখানে আক্রান্তের খোঁজ মিলল।

মঙ্গলবার চিনে ৬১ জনের শরীরে সংক্রমণ ধরা পড়েছে। বিমানবন্দরের সাফাই কর্মীদের মধ্যে অনেকে আক্রান্ত হয়েছেন। উহানের পাশাপাশি রাজধানী বেজিংয়েও শুরু হয়েছে নমুনা পরীক্ষা। ধীরে ধীরে সেই সংখ্যা বাড়াচ্ছে তারা।

Check out for more news on https://www.facebook.com/AMPTvNews



movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page