top of page
For Newsletter
new logo.jpg

নিউটন পর্ণ কান্ডে বাংলা টেলিপাড়ার যোগ


নিউটাউন পর্নোগ্রাফি কাণ্ডে আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার তাঁকে বেলেঘাটা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় এই নিয়ে মোট পাঁচ জনকে গ্রেফতার করল পুলিশ।


পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শৌভিক মুখোপাধ্যায়। তিনি কো-অর্ডিনেটর হিসেবে কাজ করতেন। পর্ন ছবি শ্যুটিংয়ের জন্য মডেল জোগাড় করাই ছিল তাঁর কাজ। মডেলিংয়ে ইচ্ছুক এমন মহিলাদের সঙ্গে প্রথমে যোগাযোগ করতেন শৌভিক। তার পর তাঁদের ধীরে ধীরে পর্ন ছবির শ্যুটিংয়ে কাজে লাগাতেন। মঙ্গলবারই এই কাণ্ডে দামদম থেকে আরও স্নেহাশিস বল নামে এক যুবককে গ্রেফতার করেছিল পুলিশ।

ধৃত স্নেহাশিস পর্ন ছবিতে কাজ করতেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। এছাড়াও তিনি বাংলা সিরিয়ালের অভিনেতা হিসেবে কাজ করেন। এর আগে শুভঙ্কর দে নামে এক ক্যামেরাম্যানকে হুগলি থেকে গ্রেফতার করা হয়। দমদম ক্যান্টনমেন্ট থেকে নন্দিতা ঘোষ এবং মৈনাক ঘোষ নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়েছিল। ধৃতদের জেরা করে বাকিদের নাম উঠে আসে।


Check out for more news on https://www.facebook.com/AMPTvNews




Kommentare


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page