"জাগো অসুরবিনাশিনী"
- AMP Tv News
- Jul 25, 2021
- 1 min read
Updated: Jul 27, 2021

আর মাত্র কয়েকটা দিনের প্রতীক্ষা আর তারপরেই মাতৃপক্ষের শুভ সূচনা। তাই মহালয়া উপলক্ষে বিশেষ প্রভাতী অনুষ্ঠান আয়োজন করছে "উপাসনা" নৃত্য গোষ্ঠীর সকল কলাকুশলীরা। তারই চলছে প্রস্তুতিপর্ব।

ইতিমধ্যে AMS Motion Pictures এর স্টুডিওতে রেকর্ডিং পর্ব শেষ করে পরিচালক অভিষেক বিশ্বাসের নির্দেশনায় আরম্ভ হতে চলেছে শুটিং পর্ব। উপাসনার এই বছরের নিবেদন দেবী বন্দনা - "জাগো অসুরবিনাশিনী" ।
পরিচালক জানালেন এই বছরে তাদের থিম অনেকটাই আলাদা এবং অকাল বোধনের সূত্র ধরেই দেবীর নানান রূপের আখ্যান বর্ণনা করা হবে এই প্রভাতী অনুষ্ঠানে।

শ্রী রামের ভূমিকায় থাকছে আকাশ বিশ্বাস এবং সীতার ভূমিকায় আদৃতা চৌধুরী । মহিষাসুরমর্দ্দিনীর ভূমিকায় থাকছে নতুন মুখ - ঐশ্বর্য্য রায় এবং আদ্যা শক্তি মহামায়া রূপে দেখা যাবে পরিচিত মুখ - দেবারতী চৌধুরী। সকল মাতৃরূপেণ কন্ঠে শোনা যাবে বিখ্যাত শিল্পী সুপর্ণা মুখার্জির গলা।

উপাসনার - ইউটিউব চ্যানেল মারফত মহালয়ার পুণ্য প্রভাতে ভোর পাঁচটায় শুভ মুক্তি পাবে এই বিশেষ অনুষ্ঠান । পরিচালক স্বয়ং থাকছেন কিছু বিশেষ নৃত্যে।

Check out for more news on https://www.facebook.com/AMPTvNews
Subscribe for more stories https://www.youtube.com/c/AMPMusicChannel
Comments