top of page
For Newsletter
new logo.jpg

এটিএম, চেকবুক সহ রিজার্ভ ব্যাংকের একাধিক নিয়ম পরিবর্তন


ree

গত জুলাই মাসেই বেশ কিছু পরিবর্তন এসেছিল এটিএম, চেকবুক সহ রিজার্ভ ব্যাংকের একাধিক নিয়মে। এবার আগস্টের শুরুতেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে ফের একবার বাড়তে পারে এলপিজির দাম, পরিবর্তিত হতে পারে এটিএম লেনদেন সংক্রান্ত নিয়ম, বাড়তে পারে ব্যাংকের খরচ যা সাধারণ মানুষের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে।

আসুন জেনে নেওয়া যাক, কি কি পরিবর্তন আসতে চলেছে ২ আগস্ট থেকেঃ

ree

১ আগস্ট থেকে ফের একবার বাড়তে পারে এলপিজির গ্যাসের দাম। ইতিমধ্যে জুলাই মাসেই ২৫.৫০ টাকা বৃদ্ধি পেয়েছিল রান্নার গ্যাসের দাম। যার জন্য ইতিমধ্যেই দাম সাড়ে আটশ টাকা ছাড়িয়েছে কলকাতায়।

ree

একাধিক নিয়ম পরিবর্তন করেছে আইসিআইসিআই ব্যাংক (ICICI Bank)। জানানো হয়েছে এবার থেকে এক বছরে কেবল মাত্র ২৫ পৃষ্ঠার চেকবুকই বিনামূল্যে পাবেন গ্রাহকরা। এরপর ১০ পৃষ্ঠার চেকবুক নিতে হলে ২০ টাকা আলাদা করে দিতে হবে গ্রাহকদের। মাসে মাত্র চারবারই বিনামূল্যে ব্যাংকে নগদ লেনদেন করতে পারবেন গ্রাহকরা। অতিরিক্ত হলে প্রত্যেক বারের জন্য ১৫০ টাকা করে দিতে হবে তাদেরএটিএম, ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড লেনদেনের ক্ষেত্রে বড় পরিবর্তন আনতে চলেছে ব্যাঙ্কগুলি।

ree

এর আগেই রিজার্ভ ব্যাংক (Reserve Bank of India) জানিয়েছিল ফ্রী ট্রানজাকশন শেষ হলে এখন থেকে অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে আর ১৫ টাকা নয় আরও দু টাকা অতিরিক্ত দিতে হবে গ্রাহকদের। অন্যান্য এটিএম ট্রানজেকশনের চার্জও বাড়ানো হয়েছিল। জানা গিয়েছে ১ আগস্ট থেকে আবারও বাড়তে পারে এই চার্জ। বর্তমানে নিজস্ব ব্যাংকে এটিএমের ক্ষেত্রে পাঁচটি বিনামূল্যের ট্রানজাকশন পান গ্রাহকরা।

অন্য ব্যাংকের ক্ষেত্রে মেট্রো শহরে তিনটি এবং নন মেট্রো শহরে পাঁচটি ফ্রি ট্রানজাকশনের ব্যবস্থা রয়েছে।রিজার্ভ ব্যাংকের ক্রেডিট নীতিও ঘোষিত হবে আগস্ট মাসে। এমপিসির বিশেষজ্ঞ কমিটি আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত নেবে সুদের হারে কোনও পরিবর্তন আসবে কিনা।

ree

জানা গিয়েছে, ফের একবার গাড়ির দাম বৃদ্ধি করতে পারে হোন্ডা কারস ইন্ডিয়া। হোন্ডার পক্ষ থেকে জানানো হয়েছে, গাড়ি তৈরির খরচ বৃদ্ধি পেয়েছে আর তাই এই দাম বৃদ্ধির সিদ্ধান্ত নিচ্ছেন তারা।

ন্যাশনাল অটোমেটিক ক্লিয়ারিং হাউস বা ন্যাচের নিয়মে বড়োসড়ো পরিবর্তন এনেছে আর বি আই। চার্জের বেতন কিম্বা পেনশনের জন্য এখন আর শনি রবিবার কাটার অপেক্ষা করতে হবে না। সপ্তাহে ৭ দিনই এই সুবিধা পাওয়া যাবে ব্যাংকগুলি থেকে।

ree

Check out for more news on https://www.facebook.com/AMPTvNews

Comments


movie-entertainment-logo-vector-38310588.png
bottom of page