
এটিএম, চেকবুক সহ রিজার্ভ ব্যাংকের একাধিক নিয়ম পরিবর্তন

গত জুলাই মাসেই বেশ কিছু পরিবর্তন এসেছিল এটিএম, চেকবুক সহ রিজার্ভ ব্যাংকের একাধিক নিয়মে। এবার আগস্টের শুরুতেও আসতে পারে বেশ কিছু পরিবর্তন। বিশেষজ্ঞদের মতে ফের একবার বাড়তে পারে এলপিজির দাম, পরিবর্তিত হতে পারে এটিএম লেনদেন সংক্রান্ত নিয়ম, বাড়তে পারে ব্যাংকের খরচ যা সাধারণ মানুষের ওপর নতুন করে প্রভাব ফেলতে পারে।